খেলা

তামিম ইকবালের নতুন এক অধ্যয়ের সূচনা

কাজী রুবেলঃ আন্তর্জাতিক ক্যারিয়ারে শেষ বেলায় এসে নতুন এক অধ্যয়ের সূচনা করলেন তামিম ইকবাল। মাঠের লড়াইয়ে না থাকলেও বাংলাদেশ ও নিউজিল্যান্ডের  মধ্যকার দ্বিতীয় টেস্টে ধারাভাষ্যকার হিসেবে অভিষেক হয়েছে দেশসেরা ওপেনার তামিম ইকবালের। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে বাংলাদেশ-নিউ জিল্যান্ড টেস্টের প্রথম দিনের দ্বিতীয় সেশনে দুই দফায় তাকে ধারাভাষ্য দিতে দেখা যায়। বুধবার দুপুর ১২টা ৪০ মিনিট থেকে ১টা ১০ মিনিট পর্যন্ত প্রথম দফায় ধারাভাষ্য দেন তিনি। এই সময় তার সাথে ছিলেন আতহার আলি খান। এর আগে গত বছর বিপিএলে খুলনা টাইগার্স-চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ম্যাচে ধারাভাষ্য দিয়েছিলেন তামিম।

গত সেপ্টেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের পর মাঠের বাইরে রয়েছেন তামিম। ফিটনেস জটিলতায় খেলা হয়নি বিশ্বকাপ। বিপিএল দিয়ে আবারও ক্রিকেটে ফেরার কথা জানিয়েছেন তামিম। ধারাভাষ্য শেষে ফেসবুকে তামিম লিখেছেন, ‘এই মাঠে তো অসংখ্যবারই এসেছি, তবে এবারের আসা অন্যরকম। অভিষেকের রোমাঞ্চের ছোঁয়া পেলাম যেন নতুন করে। আগে খানিকটা ধারাভাষ্য দিয়েছি বিপিএলে। তবে আন্তর্জাতিক ম্যাচ, বিশেষ করে টেস্ট ম্যাচে ধারাভাষ্যের ব্যাপারটিই তো আলাদা। শুরুর দিনটি দারুণ উপভোগ করেছি। আমার সহ-ধারাভাষ্যকার যারা ছিলেন, প্রডিউসার ও সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা আমার উপস্থিতিকে আনন্দময় করে তোলার জন্য। আশা করি, খুব দ্রুতই মাইক্রোফোন হাতে আবার দেখতে পাবেন আমাকে।’
ছবিঃ সংগৃহিত