খেলা

২০ ফেব্রুয়ারি ঢাকায় যাচ্ছেন হাথুরুসিংহে

কাজী রুবেল আলম: ২০১৭ সালের শেষের দিকে আকস্মিকভাবে পদত্যাগ করা  চন্ডিকা হাথুরুসিংহে বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পেয়েছেন। আগামী দুই বছর বাংলাদেশ দলের প্রধান কোচের দায়িত্বে থাকবেন। আগামী ১ মার্চ ঘরের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে শুরু হবে সমান তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ। আসন্ন এই সফরকে সামনে রেখে লাল সবুজ দলের দায়িত্বভার বুঝে নিতে আগামী ২০ ফেব্রুয়ারি ঢাকায় যাচ্ছেন হাথুরু।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) লজিস্টিক বিভাগ এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে ২০১৪ সালে প্রথমবারের মতো বাংলাদেশ দলের প্রধান কোচের দায়িত্ব নিয়েছিলেন হাথুরুসিংহে। প্রথম মেয়াদে প্রায় সাড়ে তিন বছরের মতো জাতীয় দলের সঙ্গে ছিলেন তিনি।

চন্ডিকা হাথুরুসিংহের প্রথম অ্যাসাইনমেন্ট হবে ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে ও টি- টোয়েন্টি সিরিজ। সব সংস্করণেই ইংল্যান্ড বড় দল, শক্তিশালী দল। সর্বশেষ ২০১৬ সালে এই চন্ডিকা হাথুরুসিংহের অধীনেই ইংল্যান্ডকে আতিথ্য দিয়েছিল বাংলাদেশ। সে দফায় টেস্ট সিরিজ ১-১ ম্যাচে ড্র করেছিল বাংলাদেশ। চট্টগ্রাম টেস্টে হারলেও মিরপুরে ইংল্যান্ডকে হারিয়েছিল। এবার ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে কি চমক দেখাবে চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা সেটাই এখন দেখার বিষয়। 
ছবিঃ সংগৃহিত