কমিউনিটি

বাংলার রূপ ও ঐতিহ্যের ধারক পালা গান ও মঞ্চনাটক ৩-৪ জুন

জন্মভূমি ডেস্কঃ বাংলাদেশ কালচারাল অ্যাসোসিয়েশন এর উদ্যোগে সিডনিতে আয়োজিত হতে যাচ্ছে বাংলাদেশি পালাগান ও মঞ্চনাটক। আগামী শনিবার (৩ জুন) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে সিডনির হার্স্টভিল সিভিক থিয়েটারে অনুষ্ঠিত হবে পালা গান ‘বিষ পবনের গীত’। পরদিন ৪ জুন একই মঞ্চের একই সময়ে প্রদর্শিত হবে মঞ্চ নাটক‘নারী ও রাক্ষসী’। বাংলার রূপ  ও ঐতিহ্যের ধারক পালা গান এখন অনেকটা বিলুপ্তির পথে। বিয়ে এবং হলুদে এই গানই প্রচলন ছিল গ্রাম বাংলায়। সেই চিরায়িত ধারাকে তুলে ধরতে এই প্রয়াস। বাংলাদেশের ঐতিহ্যবাহী গ্রামবাংলার পালাগান ও মঞ্চনাটক পরিবেশন করবে নাটনন্দন। আর নির্দেশনায় থাকছেন পালাকার ও নাট্যকার আসমা আখতার লিজা।

বাংলাদেশি সংস্কৃতিকে উজ্জীবিত করে রাখতে আয়োজনে সবান্ধব আসার আমন্ত্রণ জানিয়েছে সিডনির আয়োজক সংগঠন বাংলাদেশ কালচারাল অ্যাসোসিয়েশন এর সভাপতি রহমতউল্লাহ।  টিকিটের মুল্য ভিআইপি $৫০ এবং সাধারণ $২০ ডলার । আসন সংখ্যা সীমিত। টিকেট অনলাইনে পাওয়া যাবে। https://DeshiEvents.com.au