কমিউনিটি

বাংলাদেশ অস্ট্রেলিয়া প্রেস এন্ড মিডিয়া ক্লাবের ইংরেজি বর্ষবরণ ও পিকনিক

বাংলাদেশ অস্ট্রেলিয়া প্রেস এন্ড মিডিয়া ক্লাবের ইংরেজি বর্ষবরণ ও পিকনিক

বাংলাদেশ অস্ট্রেলিয়া প্রেস এন্ড মিডিয়া ক্লাবের ইংরেজি বর্ষবরণ ও পিকনিক

নাইম আবদুল্লাহ: নববর্ষকে  বরণ করতে প্রথম দিনে বাংলাদেশ অস্ট্রেলিয়া প্রেস এন্ড মিডিয়া ক্লাব সিডনির ইস্ট হিলসের লাম্বেথ রিজার্ভে বারবিকিউ পার্টির আয়োজন করে। প্রাণ খুলে আড্ডার পাশাপাশি রিজার্ভটির একপাশে লেক ও বন পরিবেষ্ঠিত স্থানে তারা এই বর্ষবরণের আয়োজন করে। মিডিয়া ক্লাবের সদস্যদের এই আয়োজনে আমন্ত্রিত অতিথিদের মধ্যে মুক্তিযোদ্ধা এবং সাংস্কৃতিক অঙ্গনের প্রিয় মুখ গোলাম মোস্তফা, চিত্রনায়িকা শাবনূর, লেখিকা রোদেলা নীলা প্রমূখ অংশ নেন। 

ভিন্ন স্বাদের খাবারের মধ্যে মোরগ পোলাও, বারবিকিউ, চিংড়ি, ল্যাম্ব চপ, সসেজ, চিকেন ষ্টেক সহ  নানাবিধ ফলের সমাহার।  খাবারের পাশাপাশি চলে আড্ডা এবং গানের আসর। শেষ পর্বে সংগীত শিল্পী মামুন ও শুভ্রা গান পরিবেশন করেন।  

কেক পর্বের শেষে মিডিয়া ক্লাবের পক্ষ থেকে 'গাছ লাগান পরিবেশ বাঁচান ' এই শ্লোগানকে সমর্থন দিয়ে বিশিষ্ট ব্যাক্তিবর্গের হাতে গাছের চারা তুলে দেন ক্লাবের সভাপতি রহমতউল্লাহ, সহ সভাপতি কাজী সুলতানা শিমী এবং সাধারণ সম্পাদক ইকবাল ইউসুফ। বিশিষ্ট জনদের মধ্যে ছিলেন লাভলী মোস্তফা, চিত্রনায়িকা শাবনূর, ফটোগ্রাফার কবির উদ্দিন সরকার এবং গানের শিল্পী মামুন। সংক্ষিপ্ত অনুষ্ঠানের উপস্থাপনা করেন টুম্পা জারা। সব মিলিয়ে পুরো অনুষ্ঠানটি সুন্দর করতে প্রেম মিডিয়া ক্লাবের সদস্য ছাড়াও সহায়তা করেছেন ডালিয়া, মুস্তাফিজুর রহমান, মিঠু প্রমুখ।