শীর্ষ সংবাদ

শোকের দিন আজ

শোকের দিন আজ 
স্বাধীনতার স্থপতি, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী  ১৫ আগস্ট। আজ জাতীয় শোক দিবস। বাঙালির জাতীয় জীবনে এসেছে কান্নার দিন। এসেছে শোকের দিন। কারণ এ দিনেই বাঙালিকে হারাতে হয়েছিল তার সবচেয়ে প্রিয় মানুষকে। ১৯৭৫ সালের এই দিনে ঘাতকের হাতে নির্মমভাবে সপরিবারে শাহাদতবরণ করেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করে পৃথিবীর ইতিহাসে এক জঘন্য ও কলঙ্কময় কালো অধ্যায়ের জন্ম দিয়েছিল বিপদগামী সেনারা। আজ পুরো জাতি শ্রদ্ধাবনত চিত্তে স্মরণ করবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ই  আগস্টে শহীদ বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের।