শীর্ষ সংবাদ বাংলাদেশ

জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালনের চেষ্টা করছি - শেখ হাসিনা

ঢাকা ব্যুরো,মঙ্গলবার (২৪ জানুয়ারি) : বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ এডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সঙ্গে আয়োজিত নৈশভোজে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আমরা জনগণের সেবক। সেবক হিসেবে দায়িত্ব পালনের চেষ্টা করছি। এখানে আমরা কিছু নিতে আসিনি। এসেছি দিতে।’

শেখ হাসিনা উল্লেখ করে বলেন, বাংলাদেশের একটি মানুষও গৃহহীন থাকবে না। ‘আমরা সরকারে আসার পর থেকে আশ্রয়ণ প্রকল্প বাস্তবায়ন করি। বাংলাদেশের একটি মানুষও গৃহহীন থাকবে না। সেই লক্ষ্য অর্জনে অনেকটাই এগিয়ে গেছি।’

আওয়ামী লীগ সরকার দারিদ্রসীমা ২০ ভাগে নামিয়ে এনেছে উল্লেখ করে তিনি বলেন, ‘অনেক সংস্থাই একথা বলছে, বাংলাদেশ এখন বিশ্বের ৩৫তম বৃহৎ অর্থনীতির দেশ। এক ইঞ্চি জমিও যেনো অনাবাদি না থাকে। প্রত্যেকটা জমি আবাদ করতে হবে।’

জেলা প্রশাসকদের প্রশংসা করে শেখ হাসিনা বলেন, ‘আপনারা অত্যন্ত সুন্দরভাবে কাজ করে যাচ্ছেন। আমলাতান্ত্রিক ভাব নিয়ে থাকা না, জনগণের সাথে মিশে যাওয়া, সে কাজটি আপনারা করতে পেরেছেন। শত বাধা পেড়িয়ে এগিয়ে যাওয়ার কৃতিত্ব আপনাদের।’

তিনি বলেন, ‘আমাদের অগ্রযাত্রা অনেকেরই পছন্দ হবে না। বিশেষ করে যারা স্বাধীনতা চায়নি।’

এসময় প্রধানমন্ত্রী আরও জানান, ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর একটা দেশ গঠন করতেই ২১০০ সালের ডেল্টা প্ল্যান নেয়া হয়েছে।
ছবিঃ সংগৃহিত